admin
July 11, 2024
ডেস্ক রিপোর্ট: বেশ কয়েক বছর ধরে চেনা ছকের বাইরে গিয়ে নিজেকে ভাঙছেন, গড়ছেন অভিনেত্রী সাবিলা নূর। গত্বাঁধা প্রেমের নাটকের বাইরে একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন। শুরুটা করেছেন ২০২১ সালে নিজের গল্পে। নির্মাতা রাফাত মজুমদারের পারাপার নাটকে আটপৌরে গৃহবধূর চরিত্রে দেখা গেছে তাকে। এর আগে গ্ল্যামারহীন চরিত্রে খুব একটা পাওয়া যায়নি তাকে। সেই শুরু, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। সাবিলার ভাষ্যে, ‘পারাপার-এ দর্শকের ভালো সাড়া পাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করব। গোলাম মামুন সিরিজের রাহি চরিত্রটিও আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন থেকে ভিন্নধর্মী চরিত্রেই কাজ করব।’ গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত গোলাম মামুন সিরিজটি। এরইমধ্যে সিরিজটি দর্শকদের দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এ ছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া মুরসালিন শুভর ‘রাত বাকি’ নাটকে চিকিৎসক চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন সাবিলা। এর বাইরে ‘প্রিন্সেস ডায়না’ নাটকে যাত্রাপালার নর্তকী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘বিদিশা’ নাটকের বিদিশাসহ বেশ কয়েকটি ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সামনে আরও কয়েকটি চরিত্রে দেখা দেবেন তিনি। এদিকে হালের ছোটপর্দার অভিনয়শিল্পীরা ওটিটিতে নিয়মিত হওয়ায় টিভি নাটক কমিয়ে দেন। তবে সাবিলার তেমন কোনো পরিকল্পনা নেই। তার ভাষ্য, ‘নাটকের কারণেই দর্শকের এত ভালোবাসা পেয়েছি। নাটক কমিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্র পেলে নিয়মিত নাটক করব। আমি ভালো কনটেন্টের অপেক্ষায় থাকি। যেকোনো মাধ্যমে কাজ করতে চাই।’ তবে শুধু ছোটপর্দা বা ওটিটিতেই নিজেকে আবদ্ধ রাখতে চান না তিনি। শিগগিরই যাত্রা শুরু করতে চান সিনেপর্দায়। সাবিলা বলেন, ‘এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। প্রত্যেক শিল্পীরই নিজেকে বড়পর্দায় দেখার ইচ্ছে থাকে। দেখা যাক, শেষ পর্যন্ত কী ঘটে।’ শাকিব খানের নতুন সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সাবিলাও গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সুযোগ পেলে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন।
সুত্র:এফএনএস ডটকম
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।