admin
July 15, 2024
ডেস্ক রিপোর্ট: এরই নাম শাহরুখ খান! বলিউডের বাদশা হয়েও যে একেবারেই মাটির মানুষ হয়ে থাকা যায়, তার প্রমাণ ফের দিলেন তিনি। অনন্ত-রাধিকার বিয়েতে শুধুই অতিথি হয়েই থাকলেন না। বরং নিজেই কাঁধে তুলে নিলেন নানা দায়িত্ব। ঠিক যেন আম্বানি পরিবারের ‘ঘরের ছেলে’। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির সঙ্গে তাল মিলিয়ে অতিথি আপ্যায়নে মেতে উঠলেন বলিউডের পাঠান। হাত জোড় করে পৌঁছে গেলেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছে। মিষ্টি হেসে করলেন শুভেচ্ছা বিনিময়। আম্বানি পরিবারের বিয়ে মানেই হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের সরব উপস্থিতি। কিন্তু পরিবার নিয়ে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে থাকার কারণে সবাই প্রায় ধরেই নিয়েছিলেন এবার অনন্তর বিয়েতে থাকছেন না শাহরুখ। অনন্ত আম্বানির বিয়েতে শাহরুখের হাজির থাকা না থাকা নিয়ে নেটিজেনদের মধ্যে এক ধরনের আলোচনা চলছিল। কেউ কেউ মতামত জানাচ্ছিলেন যে করেই হোক শাহরুখ অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত থাকবেনই। অবশেষে নিরাশ করেননি কিং খান। বিয়েতে অংশ নিতে ঠিকই পরিবার নিয়ে হাজির হন বলিউড সুপারস্টার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেলিব্রিটিদের একে অপরের সঙ্গে কাটানো একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছে। যার মধ্যে অবশ্যই আলাদা করে উল্লেখের দাবি রাখে শাহরুখ খানের সৌজন্যবোধ। এক্সে শেয়ার করা একটি ভিডিওতে শাহরুখকে হাত জোড় করে রজনীকান্ত ও তার স্ত্রী লতাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এরপর আদিত্য ঠাকরে ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেণ্ডুলকারের সঙ্গেও করমর্দন করেন অভিনেতা। এরপর তিনি অমিতাভ বচ্চনের কাছে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন। জয়া বচ্চনের সঙ্গেও এই একই কাজ করলেন শাহরুখ। এরপর জয়ার সঙ্গে হাসিমুখে বেশ খানিকক্ষণ কথা বলতেও দেখা যায় তাকে। ভক্তরা বলছে, এ যেন কাভি খুশি কাভি গাম মোমেন্ট।অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন সবুজ পাঠানি শেরওয়ানি স্টাইলের সেট এবং বিডসের নেকপিস। ক্রিম ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় অমিতাভকে। জয়া বেছে নিয়েছিলেন রঙিন জরদৌসি শাড়ি। রজনীকান্তকে ঐতিহ্যবাহী সাদা পোশাকে দেখা গিয়েছে, অন্য দিকে লতা একটি গেরুয়া এবং সবুজ শাড়ি পরেছিলেন।অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের আসর বসেছিল মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। শুক্রবার সাতপাকে বাঁধা পড়েন তারা। শনিবার শুভ আশীর্বাদ এবং ১৪ জুলাই মঙ্গল উৎসবের মধ্য দিয়ে চলবে সেলিব্রেশন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন মডেল কিম কার্দাশিয়ান, তার বোন খোলো কার্দাশিয়ান, হলিউড তারকা জন সিনা, ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস, মহেশ বাবু, যশ, সালমান খান, অজয় দেবগন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনসহ গোটা বলিউডের একঝাঁক তারকা।
সুত্র:যায়যায়দিন
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।