admin
September 2, 2024
ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার রেকর্ডটা আরও সমৃদ্ধ করার হাতছানি। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেয়েছে টাইগাররা।হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে স্রেফ ১৭২ রানে। সঙ্গে প্রথম ইনিংসে ১২ রান যোগ হওয়ায় বাংলাদেশ পেয়েছে ১৮৫ রানের লক্ষ্য। শেষ উইকেট হিসেবে মির হামজাকে শিকারে পরিণত করে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের কোটা পূর্ণ করেন হাসান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০.৪ ওভারে ১ মেডেনসহ ৪৩ রানে তার শিকার ৫টি। বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে তিনিই প্রথম। হাসানের চেয়ে কম রানে ৫ উইকেট নেওয়া বাংলাদেশি পেসার শুধু শাহাদাত হোসেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ১১ ওভারে ১ মেডেনসহ ৪৪ রানে গুরুত্বপূর্ণ ৪ উইকেট নেওয়া আরেক পেসার নাহিদ রানারও ক্যারিয়ার সেরা বোলিং এটি। শেষ দিকে লড়াইটা শুরু হয় নাহিদ ও হাসানের মধ্যে, কে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পাবেন। সেই লড়াইয়ে জিতে যান হাসানই। অন্য উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। তার মানে প্রতিপক্ষের সবকটি উইকেটই নিয়েছেন পেসাররা। বাংলাদেশের ইতিহাসে যা এই প্রথম। এর আগে ৪ ইনিংসে ৯টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন পেসাররা। ৮১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর পাকিস্তানকে এমন লড়াকু সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর আঘা সালমান। সপ্তম উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৫৫ রানের জুটির পর শেষ উইকেটে মির হামজাকে নিয়ে সালমান যোগ করেন মহামূল্যবার ২৭ রান। দুই জুটিই ভেঙেছেন হাসান। আগের দিনের শেষ বিকেলের দুই উইকেটের সাথে এদিন তিনি আরও নেন ইনফর্ম ব্যাটার সাউদ শাকিলের মূল্যবার উইকেট। ৭৩ বলে ৪৩ রান করা রিজওয়ানকে কট বিহাইন্ড করেন হাসান। আর শেষ ব্যাটার হামজাকে স্লিপে বানান ক্যাচ। ৭১ বলে ৬টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থেকে যান সালমান। ২ উইকেটে ৯ রান দিন শুরু করা পাকিস্তান আজ বাকি আট উইকেটে যোগ করেছে ১৬৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ৯/২) ৪৬.৪ ওভারে ১৭২ (সাইম ২০, মাসুদ ২৮, বাবর ১১, শাকিল ২, রিজওয়ান ৪৩, সালমান ৪৭*, আলি ০, আবরার ২, হামজা ৪; তাসকিন ১০-১-৪০-১-, হাসান ১০.৪-১-৪৩-৫, মিরাজ ৮-০-২৪-০, নাহিদ ১১-১-৪৪-৪, সাকিব ৭-২-১৪-০)
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।