newsup

November 9, 2024

যেভাবে গাজায় ‍যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প

যেভাবে গাজায় ‍যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাশিয়া-ইউক্রেন ও ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ থামানো। বিশ্বজুড়েই চলছে যুদ্ধবিরতির আহ্বান। তবে ইউক্রেন-রাশিয়ার চেয়ে পরম মিত্র ইসরায়েলকে থামাকে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ট্রাম্পকে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত প্রায় এক লাখ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় সারা বিশ্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের দিকেই সবাই তাকিয়ে আছেন যে তার প্রশাসন কীভাবে যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখবে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানানোর তালিকায় প্রথমদিকের একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টুইটে তিনি লেখেন, ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনে অভিনন্দন!’

এর আগে নেতানিয়াহু ট্রাম্পকে ‘হোয়াইট হাউজে এযাবৎকালে ইসরায়েলের সর্বোত্তম বন্ধু’ বলে আখ্যা দিয়েছিলেন। ট্রাম্প তার আগের মেয়াদে যে কয়েকটি কারণে ইসরায়েলিদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তার অন্যতম, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল। ইসরায়েল আগে থেকেই ওই চুক্তির ব্যাপক বিরোধিতা করে আসছিল। কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন ট্রাম্প। এ ছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিগত অবস্থান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মতৈক্যকে পাশ কাটিয়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

তাই বাইডেনের চেয়ে ট্রাম্প ইসরায়েলের কাছের বন্ধু বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ ‘দৃষ্টান্তমূলক’ বলে মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন। তিনি বলেন, ‘আশা করা যায়, তিনি আবারও সেই পথে হাঁটবেন। তবে ডোনাল্ড ট্রাম্প কে এবং তার অবস্থান কী, সে ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে।’

ওরেন বলেন, প্রথমত, বিপুল অর্থ খরচ হয় বলে সাবেক প্রেসিডেন্ট ‘যুদ্ধ পছন্দ করেন না’। ট্রাম্প দ্রুত গাজা যুদ্ধ বন্ধের তাগিদ দিয়েছেন ইসরায়েলকে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের ব্যাপারেও তার আপত্তি আছে। বসতির পরিসর আরও বাড়াতে ইসরায়েলি নেতাদের কারও কারও যে ইচ্ছা, সেটিরও বিরোধিতা করেছেন ট্রাম্প।

দুইটি নীতিই নেতানিয়াহুর জোট সরকারের শরিকদের বিপক্ষে যায়। তারা ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে রেখেছেন তাদের মতের বিরুদ্ধে গেলে সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নেবে।

নেতানিয়াহুকে তার মার্কিন মিত্রের সাম্প্রতিক দাবি আর জোট শরিকদের দাবির মধ্য থেকে বেছে নিতে হলে তার শরিকদের দিকে ঝুঁকে যেতে হচ্ছে। এর ফলশ্রুতিতেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দূরত্ব দেখা গেছে।

মাইকেল ওরেন মনে করেন, ভবিষ্যৎ প্রেসিডেন্টের বেলায় নেতানিয়াহুকে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। তিনি বলেন, ‘যদি জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েই নেতানিয়াহুকে বলেন, ‘ঠিক আছে, আপনাকে এক সপ্তাহের মধ্যে যুদ্ধের ইতি টানতে হবে,’ সেটার প্রতি সম্মান দেখাতে হবে তাকে।’

ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধক্ষেত্র হয়ে ওঠা গাজায়ও এই একটিই চাওয়া এখন। ট্রাম্পের জয় মানে শিগগিরই যুদ্ধের সমাপ্তি ঘটবে, বলছিলেন মোহাম্মেদ দাউদ। গাজা সংঘাতে আটবার বাস্তুচ্যুত হয়েছেন তিনি। গাজার আরেক বাস্তুুচ্যুত বাসিন্দা মামদুহ বলেন, কে জিতল তা নিয়ে তার মাথাব্যথা নেই। তিনি চান কেউ একজন এগিয়ে আসুক। তিনি বলেন, ‘ওষুধ নেই, হাসপাতাল নেই, খাবার নেই। গাজায় কিছুই আর অবশিষ্ট নেই।’

মামদুহ বলেন, ‘আমরা চাই শক্তিশালী কেউ আসুক যে আমাদের এবং ইহুদিদের এখান থেকে আলাদা করতে পারবে।’

দখলকৃত পশ্চিমতীরে যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে ব্যাপক সংশয় বিরাজ করছে। পশ্চিম তীর প্যালেস্টিনিয়ান অথরিটি (ফিলিস্তিনি কর্তৃপক্ষ) এর নিয়ন্ত্রণাধীন। সেখানকার অনেকের ধারণা রয়েছে, যুক্তরাষ্ট্রের দুই দলের নেতৃত্বাধীন প্রশাসনই ইসরায়েলের পক্ষাবলম্বন করে।

পিএ’র প্রধান অংশীদার ফাতাহ’র জ্যেষ্ঠ নেতা সাবরি সাইদামের মতে, ফিলিস্তিনিদের জীবনের ওপর দিয়ে অথবা ইসরায়েলকে নিরন্তর সামরিক সহায়তার মধ্য দিয়ে কোনো রকম একটা সমাধানের চেষ্টা হলে সেটি সংকট আরও বাড়াবে। তিনি বলেন, ‘আমরা একটা নতুন ট্রাম্পকে দেখতে চাই, অনেকটা ট্রাম্প টু পয়েন্ট ও, যিনি মধ্যপ্রাচ্য সংঘাতের মূল কারণের দিকে নজর দেবেন এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তরিক হবেন।’

সাম্প্রতিক জরিপগুলো থেকে জানা যায়, দুই-তৃতীয়াংশের বেশি ইসরায়েলি ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার প্রত্যাশায় ছিলেন। কিন্তু, তার অনিশ্চয়তায় ভরা ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে সতর্ক চোখ রাখা লোকেরও অভাব নেই।


Recent Comments

No comments to show.

Latest News

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্‌যাপন করা হয়।

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে

লেখালেখি একটি ইবাদত

লেখালেখি একটি ইবাদত

ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।