newsup

November 12, 2024

আর্জেন্টিনার শীর্ষ লিগে মাঠে নামলো ইউটিউবার

আর্জেন্টিনার শীর্ষ লিগে মাঠে নামলো ইউটিউবার

ডেস্ক রিপোর্ট : প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থে চাঞ্চল্যকর ও বিতর্কিত কৌশলের আশ্রয় নিতে দেখা যায় হর-হামেশা। কিন্তু তাই বলে আর্জেন্টিনার মতো ফুটবল-জনপ্রিয় দেশের শীর্ষ লিগে এমন কিছু ঘটতে পারে! এমনই অবাক করা এক ঘটনা ঘটেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে। একজন তারকা ইউটিউবারকে ম্যাচ খেলানো নিয়ে দেশটিতে তুলকালাম চলছে। জানা গেছে, ক্লাবের প্রচারণার অংশ হিসেবে তাকে মাঠে নামানো হয়। যদিও ওই ইউটিউব ইনফ্লুয়েন্সার মাঠে ছিলেন এক মিনিটেরও (মাত্র ৫০ সেকেন্ড) কম। ইভান বুয়াখেরুক ফার্নান্দেজ নামের (স্প্রিন নামেও পরিচিত) ওই ইউটিউবারকে রিয়েস্ত্রা ক্লাব মাঠে নামায় স্ট্রাইকার পজিশনে। যদিও তিনি একটি বলও স্পর্শ করতে পারেননি। যা নিয়ে দেশটির ফুটবলাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) পরিচালক এথিক্স কোর্টের মাধ্যমে তদন্তেরও ঘোষণা দিয়েছেন। এমন ঘটনাকে ‘অপ্রয়োজনীয়’, ‘নীতিবিরুদ্ধ’, ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’ নানা মন্তব্যে বিশেষায়িত করছেন সাবেক ফুটবলাররাও। এএফএ এক বার্তায় জানিয়েছে, আর্জেন্টাইন ফুটবলের খ্যাতি ও বিশ্বস্ততায় আঘাত করে এমন যেকোনো ঘটনা অবৈধ, অনৈতিক ও নীতিমালা লঙ্ঘন করে। উল্লেখিত কাউকে দলে যুক্ত করা কোড অব এথিক্সের একটি কিংবা একাধিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই অপ্রয়োজনীয় ঘটনা নিয়ে এথিক্স ট্রাইব্যুনাল তদন্ত করবে। এর আগে গত সোমবার আর্জেন্টাইন লিগের শীর্ষ দল ভেলে সারফিলের বিপক্ষে ম্যাচে বিতর্কিত ওই ঘটনার জন্ম দেয় রিয়েস্ত্রা ক্লাব। কেবলই প্রচারণার অংশ হিসেবে তারা ২৪ বছর বয়সী জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে মাঠে নামায় বলে স্বীকারও করেছে। ইউটিউবে ফার্নান্দেজের সাবস্ক্রাইবার প্রায় ৮০ লাখ, ইনস্টাগ্রামে অনুসারী ৫০ লাখের বেশি। এ ছাড়া আমেরিকান ভিডিও লাইভ-স্ট্রিমিং সাইট টুইচ-এ তার অনুসারী ১ কোটিরও কাছাকাছি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই মূলত বিপণনের এই কৌশল বেছে নেয় ক্লাবটি। ফার্নান্দেজকে নিয়ে ম্যাচের শুরু করার সময়ই টিভি ধারাভাষ্যকার বিস্ময়ভরা কণ্ঠে বলেন, ‘মাঠে কোথায় দাঁড়াতে হবে সে এটাও জানে না। অবিশ্বাস্য ঘটনা, ফুটবলের জন্য এটি লজ্জার ও চূড়ান্ত অপমানজনক।’ এমন বিতর্কিত কাজের পরও নিজেদের মতো করেই সরল জবাব দিয়েছে ক্লাব রিয়েস্ত্রা। ক্লাবটির কর্মকর্তারা সংবাদমাধ্যমে বলেন, এটি প্রচারণারই অংশ এবং ক্লাবের মূল স্পন্সর খোঁজার একটি চেষ্টার প্রক্রিয়া। একটি এনার্জি ড্রিংকস কোম্পানির সঙ্গে তাদের আলোচনার অংশ এটি। একই সুরে রিয়েস্ত্রার অধিনায়ক মিল্টন সেলিস জানান, ‘ক্লাবের স্বত্বাধিকারী ভিতো স্তিনফালে, মূল স্পন্সর এনার্জি ড্রিংক কোম্পানিটিও যার মালিকানাধীন, তার কাছ থেকেই এই ভাবনাটা এসেছে।’ কেবল তাই নয়, বিষয়টি নাকি আগেই প্রতিপক্ষ সারফিলেকে জানিয়ে রেখেছিল রিয়েস্ত্রা। রিয়েস্ত্রার কোচ ক্রিস্তিয়ান ফাবিয়ানি বলেন, ‘আমি তাকে (প্রতিপক্ষ কোচ) বলেছিলাম যে, চুক্তিগত কারণে তাকে (ইউটিউবার) খেলাতে হবে, কারণ এই ক্লাব অনেকটাই নির্ভর করে প্রচারণার ওপর। চুক্তিটি বেশ আগেই হয়েছিল। তিনি হেসে বলেছিলেন, আধ ঘণ্টার মতো তাকে মাঠে ছেড়ে দিতে।’ অবাক করা বিষয়, রিয়েস্ত্রার অধিনায়কও ফার্নান্দেজের ফুটবল-জ্ঞান নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘সে স্ট্রিমার হিসেবে নম্বর ওয়ান!’ তবে এই ম্যাচই আলোচিত ওই ইউটিউবারের প্রথম এবং শেষ ম্যাচ বলে জানা গেছে।


Recent Comments

No comments to show.

Latest News

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্‌যাপন করা হয়।

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে

লেখালেখি একটি ইবাদত

লেখালেখি একটি ইবাদত

ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।