newsup

November 26, 2024

ভিনিহীন রিয়ালের লিভারপুল পরীক্ষা

ভিনিহীন রিয়ালের লিভারপুল পরীক্ষা

ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছেনা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ভিন্ন আঙ্গিকের এবারের লড়াইয়ে এপর্যন্ত চার ম্যাচে মাত্র দুটিতে জিতে টেবিলে ১৮তম স্থানে কার্লো আনচেলত্তির দল। নিজেদের অবস্থান আরো সুসংহত করতে আজ শীর্ষে থাকা লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। শিরোপা ধরে রাখার অভিযানে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তারপরও লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নামবে তারা। চোট সমস্যায় ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই তারকা। রিয়াল নিজেদের ওয়েবসাইটে সোমবার দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভিনিসিয়াস। লা লিগায় রোববার রাতে লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন এই ফরোয়ার্ড। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে কিভাবে তিনি চোট পেয়েছেন, তা জানা যায়নি। ইনজুরি সেরে মাঠে ফিরতে ভিনিসিয়াসের কতদিন লাগতে পারে, সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, চলতি বছরের শেষে ভিনিসিয়াসকে পাওয়ার আশা করছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে পরের সাতটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না এই তারকা। এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি ও চ্যাম্পিয়ন্স লিগে চারটি গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এদিকে, দারুণ ফর্মে থাকা লিভারপুল নিজেদের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে এক্ষেত্রে কিচ’টা হতাশা রয়েছে লিভাপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লিভারপুলে কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ এই তারকা। লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাত মাস। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা এই তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এতে ভীষণ হতাশ মিশরীয় ফরোয়ার্ড। এই মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল। চলতি মৌসুম পর্যন্তই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে চুক্তি আছে ৩২ বছর বয়সী এই ফুটবলারের। লিগে রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি করেন জোড়া গোল। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া তারকা ওই ম্যাচ শেষে কিছুটা অভিমানের সুরেই বলেন, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি এবং এখনও ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমার এখানে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ চুক্তির প্রস্তাব না পেয়ে হতাশ কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, হ্যাঁ। আমি শিগগিরই অবসর নিচ্ছি না, আমি শুধু খেলছি, মৌসুমের দিকে মনোযোগ দিচ্ছি এবং প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি, আশা করি চ্যাম্পিয়ন্স লিগও। আমি হতাশ, কিন্তু দেখা যাক কী হয়।’ সালাহর বক্তব্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি লিভারপুল। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০ গোল করে ম্যান সিটির আর্লিং হালান্ডের পেছনে আছেন সালাহ। ১২ গোল করে টপে আছে হালান্ড। ২০২২ সালে লিভারপুলের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ান তিনি। সালাহ বলেন, ‘আমি অনেক বছর ধরে এই ক্লাবে আছি। এই ক্লাবের মতো কোনো ক্লাব নেই। আমি এখানে ভক্তদের ভালোবাসি। সমর্থকরাও আমাকে ভালোবাসে। তবে, শেষ পর্যন্ত চুক্তির বিষয়টি আমার বা ভক্তদের হাতে নেই। অপেক্ষা করে দেখি।’ বড় ম্যাচের আগে সালাহর এমন হতাশা দলের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ফুটবলবোদ্ধারা। চার ম্যাচের চারটিতে জিতেই ১২ পয়েন্ট নিয়ে শীষ্যে আছে লিভারপুল।


Recent Comments

No comments to show.

Latest News

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্‌যাপন করা হয়।

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে

লেখালেখি একটি ইবাদত

লেখালেখি একটি ইবাদত

ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।