newsup

December 1, 2024

নিউইয়র্কে ইউএসবিসিসিআই’র ৩য় বার্ষিক বিজনেস এক্সপো

নিউইয়র্কে ইউএসবিসিসিআই’র ৩য় বার্ষিক বিজনেস এক্সপো

ডেস্ক রিপোর্ট :  নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) এর ৩য় বার্ষিক বিজনেস এক্সপো ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়াপোর্ট ম্যারিয়টে আয়োজিত এ বিজনেস এক্সপো’র মধ্যদিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা উন্মোচনে একটি বড় সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, “বাজারের ব্রিজিং, সুযোগের চাষ এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সংযোগ স্থাপন” এই থিমকে কেন্দ্র করে ইভেন্টটি ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত সমাধান এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল নিয়ে কাজ করেছে। এটি উদ্যোক্তাদের নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সম্প্রসারণের পথ সুগম করতে সহায়তা করেছে।

থিমটি বিশেষভাবে বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি নতুন বাজারের সম্ভাবনাকে কাজে লাগানো এবং প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতির সুযোগ তৈরি করার জন্য প্রণীত হয়েছে। ইভেন্টের প্রতিটি সেশনে এই থিমের গুরুত্ব স্পষ্ট হয়েছে, যা অংশগ্রহণকারীদের জন্য একটি অনুপ্রেরণা এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশ-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব এবং নতুন দিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ লিটন আহমেদ, প্রেসিডেন্ট ও সিইও, ইউএসবিসিসিআই, মার্ক জাফ, প্রেসিডেন্ট, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্স,টমাস জে. গ্রেচ, প্রেসিডেন্ট, কুইন্স চেম্বার অফ কমার্স, নাজমুল হাসান, ডেপুটি কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক, জোহরান কে. মামদানি, অ্যাসেম্বলি মেম্বার, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬।

আরও উপস্থিত ছিলেন ইউএসবিসিসিআই-এর পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার, আহাদ আলী সিপিএ, শেখ ফরহাদ, ইসমাইল আহমেদ, মিলি এ ভূঁইয়া, মোঃ খলিলুর রহমান, রফিক খান, মোঃ বদরুদ্দোজা সাগর প্রমুখ।
মার্ক জাফ বলেন, ইউএসবিসিসিআই-এর এই উদ্যোগ আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য নতুন দরজা উন্মোচন করেছে। টমাস জে. গ্রেচ বলেন, “এই এক্সপো ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য সহযোগিতা এবং নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ।”

এমডব্লিউবিই সার্টিফিকেশন সহজ উপস্থাপনা: এই সেশনে জেনি লো, নির্বাহী উপদেষ্টা, এমডব্লিউবিই ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন, এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট আলোচনা করেন কিভাবে সংখ্যালঘু ও মহিলা মালিকানাধীন ব্যবসাগুলো সহজে এমডব্লিউবিই সার্টিফিকেশন পেতে পারে এবং এর মাধ্যমে নতুন সুযোগ তৈরি করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ে প্যানেল আলোচনা: “কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং ব্যবসায়িক প্রসার” মডারেটর: মাফিজুল ইসলাম, জাতিসংঘ, প্যানেলিস্ট: শাহেদ ইসলাম, সিইও, এসজে ইনোভেশন,সিয়াম হোসেন, সিইও, আলগোরিজিন, মোহাম্মদ জামান, টেকনোলজি বিশেষজ্ঞ এই সেশনে আলোচনা হয় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ছোট ও মাঝারি ব্যবসার জন্য বড় পরিবর্তন আনতে পারে এবং প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে পারে।

খলিল বিরিয়ানি হাউস ফ্র্যাঞ্চাইজের আনুষ্ঠানিক ঘোষণা: বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা করেন খলিল বিরিয়ানি হাউস’র প্রেসিডেন্ট ও সিইও মোঃ খলিলুর রহমান। এই ঘোষণা নতুন উদ্যোক্তাদের জন্য ফ্র্যাঞ্চাইজ ব্যবসার সুযোগ উন্মোচন করেছে।

এসবিএ লোন এবং অর্থায়ন কর্মশালা: ব্যবসার জন্য অর্থায়ন পেতে এসবিএ (Small Business Administration) লোনের সুযোগ এবং প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা। মডারেটর: আহাদ আলী, সিপিএ,প্যানেলিস্ট: লিসা পিনহাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিটিজেন্স ব্যাংক,ইসমাইল আহমেদ, সিইও, iRecomm.

ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ লিটন আহমেদ বলেন: “এই এক্সপো আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা এই সফল আয়োজনের জন্য গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় আকারে এটি আয়োজনের পরিকল্পনা করছি।”
তিনি প্রেজেন্টিং স্পন্সর রিভারটেল, প্লাটিনাম স্পন্সর ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স, অংশীদার: ব্রুকলিন চেম্বার অফ কমার্স, কুইন্স চেম্বার অফ কমার্স, ব্রঙ্কস চেম্বার অফ কমার্স মিডিয়া পার্টনার: সাপ্তাহিক ঠিকানাকে ধন্যবাদ জানান।
পরিচালক আহাদ আলী সিপিএ জানান, ইউএসবিসিসিআই ইতোমধ্যে ৪র্থ বার্ষিক বিজনেস এক্সপো ২০২৫-এর পরিকল্পনা হাতে নিয়েছে। এটি আরও বড় পরিসরে আন্তর্জাতিক ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Recent Comments

No comments to show.

Latest News

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্‌যাপন করা হয়।

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে

লেখালেখি একটি ইবাদত

লেখালেখি একটি ইবাদত

ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।