newsup
December 17, 2024
ডেস্ক রিপোর্ট : সুস্থ থাকতে ভালো ঘুম জরুরি। ভালো ঘুমের জন্য ঠিকঠাক বালিশে মাথা রেখে ঘুমোনো জরুরি। কারণ, ঠিকঠাক বালিশ মাথা, ঘাড় ও কাঁধে ঠিকমতো সাপোর্ট দেয়। তবে বালিশেরও একটা নির্দিষ্ট আয়ু থাকে। দীর্ঘ সময় ধরে একটাই বালিশ চলে না। সময়ের সঙ্গে সঙ্গে বালিশ অকেজো হয়ে পড়ে। যাতে স্বাস্থ্যর পাশাপাশি বিঘ্নিত হয় ঘুমের কোয়ালিটি।
স্লিপ হাইজিন, স্লিপ কোয়ালিটির জন্য ভালো বালিশের সাপোর্ট জরুরি। ঠিকঠাক বালিশে মাথা দিয়ে ঘুমোলে মেরুদণ্ড ঠিকঠাক সাপোর্ট পায়। জীবনের এক তৃতীয়াংশ আমরা ঘুমিয়ে কাটাই। তাই সুস্বাস্থ্যের জন্য নিয়মিত বালিশ পাল্টানো জরুরি।
(১) একই বালিশে মাথা দিয়ে দীর্ঘ সময় ধরে ঘুমোলে বালিশে ধুলোবালি, পোকামাকড়, ঘাম, শরীর থেকে নিঃসৃত তেল জমা হতে থাকে। এতে জন্মাতে পারে ব্যাক্টেরিয়া, অ্যালার্জেন যা ডেকে আনে অ্যালার্জি, ব্যাক্টেরিয়া সংক্রমণ। এতে অ্যাজমা, শ্বাসকষ্ট, ত্বকের সংক্রমণ হয়। নিয়মিত বালিশের ঢাকা ধুলে হয়তো সংক্রমণ আটকায় কিছুটা কিন্তু পুরোপুরি রোধ করা সম্ভব নয়।
(২) দীর্ঘ সময় ধরে একটাই বালিশে শুলে তাতে বাজে দুর্গন্ধ হয়। বার বার ধুয়েও দুর্গন্ধ যায় না ঠিকমতো।
(৩) দীর্ঘ সময় ধরে একটাই বালিশ ব্যবহার করলে তা চুপসে ফ্ল্যাট হয়ে যায়। অনেক সময় নিচু বালিশে মাথা দিয়ে ঘুমোলে ঠিকমতো ঘুম হয় না। ঘাড়ে, মাথায় লাগে।
(৪) তুলোর বালিশ হলে ভেতরের তুলো দলা পাকিয়ে গেলে বালিশ পাল্টানো জরুরি। না হলে ঘাড়ে ও মাথায় ব্যথা হয়।
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।