newsup
November 20, 2024
ডেস্ক রিপোর্ট : বর্তমান সময়ে খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে প্রতিদিনই মানুষের সচেতনতা বাড়ছে। এ কারণে নিয়মিত ডায়েট লিস্টে অনেকেই এখন প্রাধান্য দিচ্ছেন চিয়া সিডকে। প্রতিদিনের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় এ খাবারটি। পুষ্টিবিদরা বলছেন, চিয়ার পুষ্টিগুণ পেতে অনেকেই সকালের নাশতায়, দুপুরে খাবার শেষে কিংবা দইয়ের সঙ্গে অথবা রাতে শেষপাতে মিষ্টিমুখ করতে পুডিংয়ের মধ্যে চিয়া সিড খান। অনেকে আবার এক গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে খালি পেটেও খেতে পছন্দ করেন। আপনি কি জানেন, খালি পেটে চিয়া সিড খাওয়া স্বাস্থ্যকর কি না? বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই চিয়া সিড খাওয়া হোক না কেন তা সুস্বাস্থ্য নিশ্চিতে দারুণ উপকারী। তবে খালি পেটে এটি খাওয়ার অভ্যাস অনেক লাভজনক। আসুন এক নজরে দেখে নিই, চিয়া সিডের কিছু উপকারিতা সম্পর্ক-
চিয়া সিড খাওয়ার উপকারিতা-
১.এতে আছে ওমেগা-৩, যা হৃদ্রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
২.শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়।
৩.প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে।
৪.মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে।
৫.ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।
৬.এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী।
৭.কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।
৮.এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে।
৯.পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে।
১০.ভালো ঘুম হতে সাহায্য করে।
১১.ক্যানসার রোধ করে।
১২.হজমে সহায়তা করে।
১৩.হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
১৪.অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিজঅর্ডার দূর করে।
১৫.ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।
সতর্কতা-
পেট ফাঁপা: চিয়া সিডে উচ্চমাত্রার ফাইবার থাকায় বেশি খেলে পেটে অস্বস্তি বা ফাঁপাভাব হতে পারে।
অ্যালার্জি: কিছু মানুষের জন্য চিয়া সিড অ্যালার্জির কারণ হতে পারে তাই নতুন করে খাওয়ার আগে সতর্ক থাকা উচিত।
পানির অভাব: চিয়া সিড শরীরে পানি শোষণ করে ফাইবারের কার্যকারিতা বাড়ায়, তাই যথেষ্ট পানি খাওয়া জরুরি। না হলে ডিহাইড্রেশন হতে পারে।
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।