newsup

November 24, 2024

ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রের

ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট : ভারতের ধনকুবের গৌতম আদানি বিশ্বের একজন শীর্ষ ব্যবসায়ী। উপমহাদেশে কোম্পানির বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্পটি ঘুষ প্রদানের মাধ্যমে সহজতর করার বিষয়টি গোপন করে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন। আদানিকে এমন অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

৬২ বছর বয়সী গৌতম আদানির বিরুদ্ধে বুধবার (২১ নভেম্বর) সিকিউরিটিজ জালিয়াতি এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য একটি সংস্থা ভারত সরকারের কাছে ১২ গিগাওয়াট সৌর বিদ্যুৎ বিক্রি করার জন্য একটি লাভজনক ব্যবস্থায় জড়িত। যা লাখ লাখ বাড়ি এবং ব্যবসার আলো জ্বালানোর জন্য যথেষ্ট। অভিযোগপত্রে আদানি ও তার সহ-আসামিরা চুক্তির দুটি পক্ষের ভূমিকা পালন করে।

ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা গত পাঁচ বছরে এই প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। অথচ ভারতে তারা শত শত কোটি ডলার মূল্যের চুক্তি ও অর্থায়ন সুরক্ষিত করতে সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিচ্ছেন বা দেওয়ার পরিকল্পনা করছেন। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, ‘আদানি ও তার সহ-আসামিরা মার্কিন বিনিয়োগকারীদের অর্থায়নে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহের বিশাল চুক্তি অর্জন ও অর্থায়ন করতে চেয়েছিলেন।’

মার্কিন অ্যাটর্নি ব্রেওন পিস বলেছেন, অভিযুক্তরা ‘একটি ব্যাপক পরিকল্পনা করেছে’ এবং ‘আমাদের আর্থিক বাজারের অখণ্ডতার ব্যয়ে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে।’ একটি সমান্তরাল নাগরিক পদক্ষেপে, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি এবং দুই সহ-আসামির বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ আইনের জালিয়াতি বিরোধী বিধান লঙ্ঘনের অভিযোগ করেছে। আর্থিক জরিমানা এবং অন্যান্য নিষেধাজ্ঞা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। দুটি মামলাই ব্রুকলিনের ফেডারেল আদালতে দায়ের করা হয়।

আদানির সঙ্গে আসামিদের মধ্যে রয়েছেন তার ভাগ্নে ও আদানি গ্রিন এনার্জির বোর্ডের নির্বাহী পরিচালক সাগর আদানি এবং  ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংস্থার প্রধান নির্বাহী হিসেবে কাজ করা এবং বর্তমান বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক বিনীত জেইন।

অনলাইন আদালতের রেকর্ডে আদানির পক্ষে কথা বলতে পারেন এমন কোনো আইনজীবীর তালিকা নেই। এ বিষয়ে মন্তব্য চেয়ে একটি ই-মেইল করা হয় তার গোষ্ঠী আদানি গ্রুপকে। তার সঙ্গের আসামিদের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের কাছেও ইমেল পাঠানো হয়েছিল। সাগর আদানির আইনজীবী শন হেকার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। বাকিরা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এসইসির এনফোর্সমেন্ট ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক সঞ্জয় ওয়াধওয়া বলেছেন, গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা বিনিয়োগকারীদের তাদের কোম্পানির বন্ড কিনতে প্ররোচিত করেছেন এই বলে যে, ‘আদানি গ্রিনের শুধু একটি শক্তিশালী ঘুষ বিরোধী শাখা আছে তা নয়, বরং কোম্পানির উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকও ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দেয় না এবং দেবে না।’

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের ক্ষমতাধর কোম্পানি আদানি। নব্বইয়ের দশকে কয়লার ব্যবসায় নিজের ভাগ্য গড়ে তোলেন তিনি। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি থেকে শুরু করে রাস্তাঘাট তৈরি, রান্নার তেল বিক্রিসহ ভারতীয়দের জীবনের অনেক দিককে জড়িত করে আদানি গ্রুপ বড় হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, আদানি গ্রুপ নবায়ণযোগ্য শক্তিতে বড় পদক্ষেপ নিয়েছে, টেকসই প্রবৃদ্ধির দর্শনকে গ্রহণ করেছে। যা তার স্লোগানে প্রতিফলিত হয়েছে: ‘ভালোর সঙ্গে বৃদ্ধি’।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটি সহ কোম্পানির ২০ গিগাওয়াটের একটি ক্লিন এনার্জি পোর্টফোলিও রয়েছে। আদানি গ্রুপ ২০৩০ সালের মধ্যে মহাকাশে দেশের বৃহত্তম ভূমিকা পালনকারী হওয়ার লক্ষের কথা জানিয়েছে। ২০২২ সালে গৌতম আদানি বলেন, ২০৩২ সালের মধ্যে ক্লিন এনার্জি প্রকল্পে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তার প্রতিষ্ঠান।

গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানি ও তার কোম্পানির বিরুদ্ধে ‘নির্লজ্জ শেয়ার কেলেঙ্কারি’ ও ‘আর্থিক জালিয়াতির’ অভিযোগ আনে। আদানি গ্রুপ এই দাবিগুলোকে ‘ষড়যন্ত্রমূলক ভুল তথ্য, পচা, ভিত্তিহীন এবং অসম্মানজনক অভিযোগের বিদ্বেষপূর্ণ সংমিশ্রণ’ বলে অভিহিত করেছে।

প্রশ্নবিদ্ধ ফার্মটি একটি খুচরা বিক্রেতা হিসাবে পরিচিত। ব্যবসায়ীদের জন্য একটি ওয়াল স্ট্রিট শব্দ যা মূলত নির্দিষ্ট শেয়ারের দর পতনের উপর বাজি ধরেছিল এবং এটি আদানি গ্রুপের সঙ্গে সম্পর্কিত এই জাতীয় বিনিয়োগ করেছিল। ফলস্বরূপ কোম্পানির শেয়ার কমে যায় এবং আগস্টে হিন্ডেনবার্গ রিসার্চ ফার্মটি আরও দুর্নীতির অভিযোগ আরোপ করলে আবারও শেয়ার কমে যায়।

জেইন গত বছর অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছিলেন যে হিন্ডেনবার্গের অভিযোগগুলো তার চলমান প্রকল্পগুলোতে খুব কম প্রভাব ফেলেছে। যার মধ্যে উত্তর-পশ্চিম ভারতের খাভদা গ্রামে ২০ গিগাওয়াট সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ রয়েছে।

প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে আদানি এবং তার সঙ্গের আসামিরা ২০২০ বা ২০২১ সালে জাতীয় সরকারের সোলার এনার্জি করপোরেশন অব ইন্ডিয়ার জন্য উৎপাদন করার জন্য আদানি গ্রিন এবং অন্য একটি সংস্থার চুক্তির অধীনে থাকা জ্বালানির চাহিদা গ্যারান্টি দেওয়ার জন্য ঘুষের পরিকল্পনা শুরু করেছিলেন।

আদানি গ্রিন এবং অন্যান্য সংস্থার উচ্চ মূল্য ভারতের রাষ্ট্র পরিচালিত বিদ্যুৎ পরিবেশকদের বন্ধ করে দিয়েছে, যারা জাতীয় সরকারের কাছ থেকে বিদ্যুৎ কিনে এবং এটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করেছিল। কিন্তু প্রকল্পটি সার্থক করতে এবং বেশি লাভ ধরে রাখতে কোম্পানিগুলোর এসব চুক্তির প্রয়োজন ছিল। তাই তারা সেগুলো সম্পন্ন করার জন্য ঘুষের প্রস্তাব দিয়েছিল বলে জানান প্রসিকিউটররা।

প্রসিকিউটররা আরও জানান, আসামিরা সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া শুরু করার পর ২০২১ ও ২০২২ সালে ভারতের পাঁচটি রাজ্য বা অঞ্চলের বিদ্যুৎ বিতরণকারীরা তাদের জ্বালানি কেনার জন্য চুক্তি করে। এক বিবৃতিতে আদানির কোম্পানি  চুক্তিগুলোকে ‘বিশ্বের বৃহত্তম’ বিদ্যুৎ ক্রয় চুক্তি হিসেবে ঘোষণা করেছে।

একই সময়ে, প্রসিকিউটররা বলেছিলেন, আদানি এবং জেইন বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে সাক্ষ্য দিচ্ছেন যে আদানি গ্রিন ঘুষের সঙ্গে জড়িত ছিল না এবং কখনও জড়িত হবে না। প্রসিকিউটররা বলেন, এই দাবিগুলো তাদের প্রকল্পটির জন্য কয়েক বিলিয়ন ডলার অর্থায়ন সুরক্ষিত করতে সক্ষম করেছিল যা জড়িত ‘সত্যিকারের ঝুঁকির জন্য দায়ী নয়’।


Recent Comments

No comments to show.

Latest News

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

১২ ম্যাচে নবম হার—আরও তলানিতে গার্দিওলার সিটি

ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

এটাই কি অবিবাহিত তামান্নার শেষ জন্মদিন?

ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির ভূমিকা নেই: অধ্যাপক রেহমান সোবহান

ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” ও “জাতীয় প্রবাসী দিবস“ উদ্যাপিত

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্‌যাপন করা হয়।

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে

ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

সেলেনার বিয়ের খবরে জাস্টিন বিবারের রহস্যময় পোস্ট

ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

রিয়ালের সফলতম কোচ হয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে

লেখালেখি একটি ইবাদত

লেখালেখি একটি ইবাদত

ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।