newsup
December 3, 2024
ডেস্ক রিপোর্ট : থানকুনি একটি পরিচিত ভেষজ । গ্রামাঞ্চলের পুকুর পাড়ে রাস্তার ধারে এটি প্রায়ই চোখে পড়ে। বসন্তকালে থানকুনি গাছে ফুল আসে আর গ্রীষ্মকালে ফল পাকে। বীজ এবং কান্ড দুটোর মাধ্যমেই থানকুনি বংশ বৃদ্ধি করে। থানকুনি আদ্র মাটিতে ভাল জন্মে তবে জলাবদ্ধতায় গাছ পচে যায়। ছোট কালে পেটে ব্যথা হলে মা বলতেন টাকা মানকি পাতা নিয়ে আয়। এটি খেলে পেট ব্যাথা ভাল হয়ে যায়। টাকা মানকি আমাদের এলাকায় থানকুনির আঞ্চলিক নাম। আবার কোথায় একে টাকা পাতাও বলে। থানকুনি অত্যন্ত বলকারক, রুচি বর্ধক, হজম বৃদ্ধিকারক ভেষজ। আমরা রোগ নিরাময়ে থানকুনি পাতার বিবিধ ব্যবহার জানব:
১ । আমাশয়: আমাশয় হলে থানকুনি পাতার রস ৫-৬ চামচ একটু গরম করে খেলে অথবা পাতা থেঁতো করে একটু ভেজে খেলে উপকার পাওয়া যায়।
২ । বদহজম: বদহজম হলে আমাশয়ের চিকিৎসার মত থানকুনি পাতার রস ৫-৬ চামচ একটু গরম করে খেলে অথবা পাতা থেঁতো করে একটু ভেজে খেলে উপকার পাওয়া যায়।
৩ । শরীরের ক্ষত: শরীরের যে কোন স্থানে ক্ষত হলে থানকুনি পাতা সিদ্ধ করে সেই পানি দ্বারা ক্ষত স্থান ধুয়ে দিলে উপকার হবেই । আর থানকুনি পাতার রস দিয়ে ঘি তৈরী করে সেই ঘি ক্ষতে লাগালে খুব তাড়াতাড়ি ক্ষত শুকিয়ে যাবে।
৪ । স্মরণ শক্তি: কোন কিছু মুখস্ত করার পর আজ মনে আছেতো কাল মনে নেই। কোন ভাবেই মনে থাকে না। মনে করা যাচ্ছে না। স্মৃতি শক্তি বা হ্রাস পেয়েছে। স্মৃতি শক্তি দুর্বল। চিন্তা না করে আল্লাহ তায়ালার উপর ভরসা করে থানকুনি পাতার রস ২-৩ তোলা, আধাকাপ দুধ এবং ১ চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন একবার করে সেবন করুন বা করান উপকার পাওয়া যাবে। তবে এসময় টক, ঝাল, লবন, ঘি, ডিম খেতে নেই।
৫ । অনিয়মিত ¯্রাাব: অনিয়মিত ঋতু ¯্রাব হলে থানকুনি পাতার রস ৩-৪ চা চামচ প্রতিদিন একবার করে কয়েকদিন খেলে ভাল হয়ে যাবে।
৬ । দেহের লাবণ্য: থানকুনি পাতার রস ৫-৬ চা চামচ একটু গরম করে এক কাপ দুধের সাথে খেলে দেহের লাবণ্য ফিরে আসে।
৭ । চুল উঠা: দেহের অপুষ্টি জনিত কারনে মাথার চুল উঠে গেলে থানকুনি পাতার রস ৫-৬ চা চামচ একটু গরম করে এক কাপ দুধের সাথে খেলে চুল উঠা বন্ধ হবে।
৮ । থেতলে যাওয়া: কোন স্থান আঘাতে থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে থেতলানো জায়গায় প্রলেপ দিলে থেতলানো ভাল হয়ে যায় ।
৯ । বাচ্চাদের কথা বলতে দেরী: অনেক বাচ্চার কথা বলতে দেরী হয়। পরিস্কার করে কথা বলতে পারে না। এমতাবস্থায় এক চামচ থানকুনি পাতার রস সামান্য গরম করে ঠান্ডা হলে ২০-২৫ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে উপকার হবে।
১০ । ঘামের দুর্গন্ধ: যাদের বেশী ঘাম হয় এবং ঘামে দুর্গন্ধ তাদের থানকুনি পাতার রস ৫-৬ চা চামচ একটু গরম করে এক কাপ দুধের সাথে খেলে উপকার পাওয়া যাবে।
১১ । পায়খানায় সমস্যা: কফ যুক্ত পায়খানা, বার বার পায়খানায় যেতে হয়। পেট পরিস্কার হচ্ছে না, পেটে বায়ু জমা মাঝে মাঝে মাথা ব্যাথাও হয় এমতাবস্থায় থানকুনি পাতার রস ৩-৪ চামচ সামান্য গরম করে কাঁচা গরুর দুধ মিশিয়ে কয়েকদিন খেলে উপকার পাওয়া যাবে।
১২ । পেটের পিড়ায়: থানকুনি পাতা বেটে ভর্তা বানিয়ে খেলে অথবা ঝোল রান্না করে ভাতের সাথে খেলে পেটের বিভিন্ন অসুখ, বদহজম, ডায়রিয়া, আমাশয় পেট ব্যথা সেরে যায়। এর রস আলসার একজিমা রোগ সারাতেও উপকারী।
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।