newsup
December 3, 2024
ডেস্ক রিপোর্ট : দেশে প্রথমবারের মতো আয়োজিত এক ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে গত ২২ নভেম্বর মাঠে গাড়িয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এরপর গত শুক্রবার শুরু হয়েছে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। লিগ শুরুর চার দিনের মাথায় কুমিল্লা ও ময়মনসিংহ ভেন্যুতে গতকাল মাঠে গড়িয়েছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ। উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার একটিতে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছিল গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের। কাল দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে তারকা ডিফেন্ডার তপু বর্মণের গোলে ব্রাদার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে মান বাঁচলো কিংসের। একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গ্রুপের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে রুখে দিয়েছে ফর্টিস এফসি।
ফেডারেশন কাপ শুরুর আগে আলোচনায় ছিল মাঠ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার আগেরদিন (সোমবার) ক্রিকেট পিচ উঠানোর প্রক্রিয়া শুরু হয়। সেই অপ্রস্তুত মাঠেই পরের দিন বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এক সময় দেশের সেরা ফুটবল ভেন্যু ছিল কুমিল্লা। গত মৌসুমে কুমিল্লায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এই ভেন্যুতে। যেকারণে এই ভেন্যুর মাঠটিতে ফুটবল ম্যাচের উপযোগী করে পরিচর্যা হয়নি। কিক-অফ বৃত্তের বড় অংশ জুড়ে ক্রিকেট পিচ উঠানোর পর ফাঁকা মাটি দেখা যাচ্ছে। সাইডলাইনের পাশেও অনেক জায়গায় ঘাস নেই। ফলে ঝুঁকিপূর্ণ ন্যাড়া মাঠে দু’দলের ফুটবলাররা স্বাভাবিক খেলা খেলতে পারেননি।
এ ম্যাচের আগে গত কয়েক মৌসুমে দেখা গেছে ব্রাদার্স ইউনিয়নকে গোল বন্যায় ভাসিয়েছে বসুন্ধরা কিংস। তবে এবার ভালোমানের কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে ব্রাদার্স। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই খেলেছে ব্রাদার্স। কিংসের সঙ্গে সমানতালে লড়ে ম্যাচের প্রথমার্ধ তারা গোলশূন্য রাখতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল হজম করে গোপীবাগের দলটি। ম্যাচের ৬৯ মিনিটে তপু বর্মণ দলের পক্ষে একমাত্র গোলটি করলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস (১-০)। বসুন্ধরা কিংসের মান বাঁচানো এই গোলের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাতীয় দলের এই তারকা ডিফেন্ডার।
এদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের মাঠটি খুবই সুন্দর। ভালো মাঠ পেয়েও দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশের ফরোয়ার্ডরা গোল করতে পারেননি। ফলে গোলশূন্য ড্র করে দু’দলই পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে।
এবারের ফেডারেশন কাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশটি ক্লাব। কাল ‘এ’ গ্রুপের চারটি দল মাঠে নেমেছিল। এই গ্রুপের পঞ্চম দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। প্রতি সপ্তাহের শুক্র-শনিবার বিপিএলের খেলার মাঝে প্রতি মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে উঠবে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মতো সেই চার দল খেলবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার পদ্ধতিতে।
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।