newsup
December 20, 2024
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর নিয়ে আলোচনায় এসেছেন। এর মধ্যে তার সাবেক প্রেমিক জাস্টিন বিবারের একটি পোস্ট এ আলোচনাকে আরও উসকে দিয়েছে। জাস্টিন তার স্ত্রী হেইলি বিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে হেইলি তাঁকে গালে চুম্বন করছেন। এই পোস্টে ক্যাপশনে তিনি ব্যবহার করেন লিজি ম্যাকআল্পাইনের গান ‘অল মাই গোস্টস’। গানটি পোস্ট করা নিয়ে তার ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। গানটি একজন সাবেক সঙ্গীর স্মৃতির কথা নিয়ে লেখা। গানের কথাগুলো হলো, আমি এখন দেখতে পাচ্ছি, বছরের সেরা বিয়েটা, আমি এখন দেখতে পাচ্ছি, সে ওপরে দাঁড়িয়ে তার চোখ মুছছে, আমি এখন দেখতে পাচ্ছি, যখন আমার সব অতীতের ছায়া মুছে যাবে, আমি এখন এটা পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি। ভক্তরা মনে করছেন, জাস্টিন এই গান বেছে নিয়ে সেলেনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এক ভক্ত লিখেছেন, জাস্টিন হয়তো ভাবছেন, আমি বিয়ে করেছি, সন্তান আছে, তবু তার বাগদান আমার হৃদয়ে ছুরির আঘাতের মতো লেগেছে। এটা তার চোখে ¯পষ্ট। আবার কেউ মন্তব্য করেছেন, আমি জানি না, জাস্টিন এটা সত্যি বলছেন, নাকি মজা করছেন। এদিকে ডেইলি মেইল জানিয়েছে, জাস্টিন নাকি চান, সেলেনা তার নতুন জীবনে সুখী হোক। যদিও তিনি প্রকাশ্যে সেলেনাকে শুভেচ্ছা জানাননি। ডেইলি মেইল জানিয়েছে, আমরা সবাই জানি, জাস্টিন বিয়ে করেছেন এবং সন্তানের বাবা হয়েছেন। কিন্তু যখন তিনি শুনলেন, সেলেনা বাগদান করেছেন, তখন তার মনে সামান্য আঘাত লেগেছিল। কারণ, তারা আর কখনো বন্ধ বা সঙ্গী হবেন না, এতে একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। উল্লেখ্য, সেলেনা ও জাস্টিনের স¤পর্ক ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিল। তাদের বিচ্ছেদের পরপরই জাস্টিন হেইলির সঙ্গে স¤পর্ক গড়ে তোলেন এবং একই বছরের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। অন্যদিকে, সেলেনা ও বেনি ২০২৩ সালের জুন মাস থেকে স¤পর্কে রয়েছেন, তবে তারা এ সম্পর্কের কথা প্রকাশ করেন ডিসেম্বরে। বেনি এক পিকনিকের সময় সেলেনাকে বিয়ের প্রস্তাব দেন।
ছবিঃ জাস্টিন।
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।