newsup
January 7, 2025
ডেস্ক রিপোর্ট : ঘরোয়া ফুটবল মৌসুমে মর্যাদার লড়াইয়ে ফের মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় শুরু হবে মোহামেডান-আবাহনী ম্যাচটি। এদিন একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। কুমিল্লার এই ভেন্যুতে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ লিগে (বিপিএল) মৌসুমের প্রথম মর্যাদার লড়াইয়ে জিতেছিল মোহামেডান। গত বছরের ১৪ ডিসেম্বর বিপিএলের প্রথম রাউন্ডে অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতের গোলে আবাহনীকে ১-০ ব্যবধানে হারিয়েছিল সাদাকালোরা। সেই হারের দগদগে ঘা এখনও শুকোয়নি।
তাই আজ মোহামেডানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিতেই মাঠে নামবে আবাহনী। তবে মাঠের লড়াইয়ে তারা পারবে কিনা বলা মুশকিল। কারণ চলতি মৌসুমে অন্য এক মোহামেডানকে দেখছেন ফুটবলপ্রেমীরা। লিগে দুর্দান্ত খেলে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। তাই বলা যায় ফেডারেশন কাপে আবাহনীর বিপক্ষে ফেভারিট মোহামেডানই। যদিও গত কয়েক মৌসুমে দু’দলের লড়াইয়ে ফেভারিট হিসেবে মাঠে নামতো আবাহনী। অবশ্য এবারে চিত্র ভিন্ন। কারণ এবার বিদেশি ফুটবলার ছাড়া দল গড়তে হয়েছে আবাহনীকে। দেশের ফুটবলে প্রায় দেড় দশক ধরে ‘বিদেশীরাই পার্থক্য গড়ে দেন ম্যাচে’-এটা সবাই জানেন। যদিও এবার স্থানীয়দের নিয়েই বেশ ভালো পারফরম্যান্সই করছে আবাহনী। বিপিএলে ছয় ম্যাচ খেলে চার জয় এবং একটি করে ড্র ও হারে ১৩ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা। তবে এরই মধ্যে দলের অন্যতম ফরোয়ার্ড সুমন রেজা ইনজুরিতে পড়ায় কিছুটা বিপাকে আছে আবাহনী। ফেডারেশন কাপে অবশ্য দুই দলের সমান পয়েন্টই। তবে আবাহনী থেকে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের পরেই আবাহনীর অবস্থান। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ১-০ গোলের হারে শুরু করলেও পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় মোহামেডান। অন্যদিকে আবাহনী তাদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারায় ৩-০ গোলে। দুই জয়ে রহমতগঞ্জ ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। গ্রুপের সেরা দুই দল খেলবে পরবর্তী রাউন্ডে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে মোহামেডান-আবাহনী দু’দলেরই জয় দরকার আজ।
আর তা পেতে শতভাগ আশাবাদী দুই দলের কোচই। ম্যাচের আগে গতকাল মোহামেডানের সফল কোচ আলফাজ আহমেদ বলেন, ‘আমরা মর্যাদার লড়াই জিততেই মাঠে নামবো। আমরা দলের সবাই সুস্থ আছে। আশার কথা এই ম্যাচে সুলেমানে দিয়াবাতেকে মাঠে দেখা যেতে পারে। স্থানীয়দের নিয়ে গড়া আবাহনী বেশ ভালো পারফরম্যান্স করছে এবার। তাদের বিপক্ষে জেতা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়।’ আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘মোহামেডান এবার ভারসাম্য দলই গড়েছে। তারা দুর্দান্ত খেলছে। তাদের হারানো কঠিন, তাররপরও আমরা চাইবো মোহামেডানকে হারাতে। আশা করছি ছেলেরা নিরাশ করবে না।’
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে-কেয়ার নববর্ষ উদযাপন করেছে। নতুন বছরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ১ জানুয়ারী
ডেস্ক রিপোর্ট : দিন কয়েক আগেই বাগদান সেরেছেন বিশ্বখ্যাত গায়িকা সেলিনা গোমেজ। প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে সারা বিশ্বকে খবরটি
ডেস্ক রিপোর্ট : সুস্থ শরীরের ভিত হল মজবুত হাড়। কিন্তু একটা বয়সের পর হাড় ক্ষয় হতে শুরু করে। যেখান থেকে
ডেস্ক রিপোর্ট : চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমার দিলেন সউদী আরব ছাড়ার আভাস। আভাস দিলেন সম্ভাব্য পরের
ডেস্ক রিপোর্ট : মেডিকেল ট্যুরিজমে বাংলাদেশ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার হারাচ্ছে, যার বেশিরভাগই ভারতের দ্রুত-বর্ধনশীল স্বাস্থ্যখাতকে শক্তিশালী করছে বলে
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে আসন্ন নির্বাচনে সিটি কম্পট্রোলার পদপ্রার্থী অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের সমর্থনে গত ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার ফান্ড রেইজিং ডিনার
ডেস্ক রিপোর্ট : আগামী বছরের ১১ জুলাই মুক্তি পাবে জেমস গান পরিচালিত নুতন ‘সুপারম্যান’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা
ডেস্ক রিপোর্ট : ঘরোয়া ফুটবল মৌসুমে মর্যাদার লড়াইয়ে ফের মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। মৌসুমের