admin
June 26, 2024
ডেস্ক রিপোর্ট: এবারের বিশ্বকাপে দুইটি দল অপরাজিত রয়েছে। একটি দক্ষিণ আফ্রিকা আর আরেকটি ভারত। অনেকেই ভারতকে শিরোপার দাবীদারও মনে করছেন। তবে এবার ভারতের পেসার আর্শদীপ সিংয়ের ওপর বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে ভারতীয় পেসার আর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পাঁচ্ছিলেন তা নিয়ে সন্দেহ রয়েছে ইনজামামের। পাকিস্তানের টিভি চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেন, ‘১৫তম ওভারে আর্শদীপ সিং রিভার্স সুইং পাঁচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাঁচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’ শুধু ইনজামাম-ই নয়, একসময় তার সতীর্থ সেলিম মালিকও একই সুর তুলেছেন। সেই একই অনুষ্ঠানে সেলিম মালিক বলেন, ‘দেখো ইনজি (ইনজামাম), আমি এটা সবসময় বলি কিছু দলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখা হয়। আর ভারত সেসব দলের মধ্যে একটি।’ ইনজামাম জবাবে বলেছেন, পাকিস্তানের কোন বোলারকে নিয়ে এই অভিযোগ উঠলে অনেল আলোচনা হল। ইনজামাম বলেন, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। ১৫তম ওভারে যদি আর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে যশপ্রীত বুমরা রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।
সুত্র:এফএনএস ডটকম
ডেস্ক রিপোর্ট : অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী
ডেস্ক রিপোর্ট : ‘আজ কি রাত মজা হুসনো কি’, ‘স্ত্রী-২’ সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের
ডেস্ক রিপোর্ট : সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বা শিক্ষার মানোন্নয়নে শাসকশ্রেণির কোনো ভূমিকা দেখছেন না অধ্যাপক রেহমান সোবহান।
ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়।
ডেস্ক রিপোর্ট : বাশার আল-আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান
ডেস্ক রিপোর্ট : মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি প্রেমিক বেনির সঙ্গে বাগদানের খবর
ডেস্ক রিপোর্ট : ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দারুণ এক অর্জন সঙ্গী হয়েছে
ডেস্ক রিপোর্ট : লেখালেখি একটি আর্ট, একটি নান্দনিক শিল্প। কুরআন ও হাদিসের দৃষ্টিতে লেখনীর গুরুত্ব অপরিসীম। লিখতে হয় কলম দিয়ে।